খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে রেজা শেখ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮ টার দিকে নগরীর লবণচরা থানাধীন জিরোপয়েন্ট এলাকার মেসার্স সিকদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
আহত রেজা শেখ লবণচরা থানাধীন কৃষ্ণনগর এলাকার জনৈক সুলতান শেখের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খুলনা গেজেটকে বলেন, জিরোপয়েন্ট এলাকায় রেজা শেখ অবস্থান করছিলেন। রাত পৌনে ৮ টার দিকে ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা কিছু বুঝে উঠার আগেই তার ওপর অতর্কিত হামলা চালায়। অস্ত্রধারীরা তার মাথা ও পায়ে আঘাত করে জখম করে। তাদের আঘাতে রেজা শেখের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারণে তার ওপর এ হামলা হয়েছে তা তিনি বলতে পারেননি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.