1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অটোরকিশার ব্যাটারি চুরি, মাইকিং করে ক্ষোভে ঝারলেন যুবক ঠাকুরগাঁওয়ের জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুমকি উপজেলায় মাওলানা আ,মজিদ হুজুরের মৃত্যু গোপালগঞ্জের উপর দিয়ে ট্রেন চলাচলকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।  রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত। এনআইডির তথ্য বেহাত, বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন ওজোপাডিকোর দুর্নীতি তদন্তে দুদকের অভিযান পানামা খাল নিয়ন্ত্রণে নেয়ার হুমকি ট্রাম্পের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক সরকারি কন্ট্রোল প্যনেলে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণাসহ নানাবিধ অভিযোগ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে: মাশরাফি 

খন্দকার ছদরুজ্জামান
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা বলেছেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী আমাকে আপনাদের জন্য মনোনয়ন দিয়েছেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে সকলকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার নির্বাচনী এলাকা নড়াইল সদর উপজেলার দশটি পথসভায় বক্তব্য ও গণসংযোগকালে এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারকালে মাশরাফি বলেন, উন্নয়ন কোনো দল দেখে করা হয়নি। এখানে যা হয়েছে আমাদের কাছের মানুষ হিসেবে করা হয়েছে। এই মানুষগুলো আমাদের মানুষ। তাই সবাইকে সমান অধিকার দিয়ে করা হয়েছে। আপনারা ৭ তারিখ পর্যন্ত আমাকে দেখবেন ৮ তারিখ থেকে আমি দায়িত্ব নিয়ে আপনাদের জন্য কাজ করব। যদি সংসদ সদস্য হতে পারি।

তিনি আরও বলেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মুল্যবান ভোটটি দিবেন। আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভোটে আমি সংসদ সদস্য হতে চাই। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সংসদ সদস্য হতে পারলে আমার যা করণীয় আমি সুযোগ পেলে তা করব ইনশাআল্লাহ।

এদিন শাহাবাদ ইউপির ধোন্দা, ময়েনখোলা, চরবিলা, শাহাবাদ, দলজিতপুর, সরসপুর, আলোকদিয়া, চাঁদপুর, জুড়ালিয়া এবং মুলিয়া ইউপির সীতারামপুর, দূর্বাজুড়ি, পানতিতা, সাতঘরিয়া, বড়েন্দা ও মুলিয়া বাজার এলাকায় বক্তব্য ও গণসংযোগ করন তিনি। এদিকে ক্রিকেট তারকা মাশরাফিকে দেখতে এলাকার শত শত নারী-পুরুষ রাস্তার দু’ধারে সমবেত হন। তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তিনি ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন। এ সময় এলাকার বয়োবৃদ্ধ মুরব্বীদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় মাশরাফির সঙ্গে পথসভায় গণসংযোগকালে, জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park