মঙ্গলবার বিশ্ব ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় পটুয়াখালীতে এক সচেতনতা মূলক আলোচনা সভা ও প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী চেম্বার অব কমার্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিরিন রহমান নার্সিং কলেজের প্রভাষক ফয়সাল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন চাইল্ড প্রোটেকশন কমিউনিটি মবিলাইজার সাইফুন আরা বায়েজীদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রতি বছর বহু শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে, যা প্রতিরোধযোগ্য। এই দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা সন্তানদের পানির আশেপাশে একা না রাখা এবং সাঁতার শেখানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয় এবং স্থানীয়ভাবে ডুবে মৃত্যু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।