দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার জেরে মো. জাফর মীরা (৫৫) নামে এক বৃদ্ধকে বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে ফুপাতো ভাই বশির উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের স হকারী শিক্ষক আমিনুল আকন মাস্টারের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাফর মীরাকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, (৩ নভেম্বর) শেষ বিকেলে অভিযুক্ত আমিনুল আকনের মা আম্বিয়া খাতুন প্রায় দু’মাস আগে তাকে নিয়ে গালাগালির বিষয়ে জানতে ভুক্তভোগী জাফর মীরার কাছে যান। একপর্যায়ে আম্বিয়ার ছেলে আমিনুল আকন অতর্কিত হামলা চালিয়ে জাফর মীরাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে এবং দেশীয় বাংলা দায়ের পিঠ দিয়ে দুই হাতে আঘাত করে। অন্য বিবাদীরা তাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে। ডাক চিৎকারে পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় জাফর মীরাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আমিনুল মাস্টার বলেন, আমরা মা আর জাফর মীরা সম্পর্কে আপন ফুপু। গালাগালির বিষয়ে জানতে জাফর মীরার কাছে আমার মা গেলে সে ক্ষিপ্ত হয়ে দৌড়ে আমার ঘরের সামনের বারান্দায় উঠে আসে এবং ঘরে হামলা চালায়। তবে রক্তাক্ত জখমের বিষয়ে জানতে চাইলে তেমন সদুত্তর দিতে পরেন নি তিনি।
দুমকী থানার ওসি (তদন্ত) শফিউর রহমান বুধবার (৪ নভেম্বর) দুপুরে বলেন, বিষয়টি আমি শুনেছি। পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়ার কথা রয়েছে। তদন্ত সাপেক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত. ফজলে করিমের ছেলে আমিনুল আকন ও জাফর মীরা পরিবারের সাথে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। সম্পর্কে তারা আপন মামাতো-ফুপাতো ভাই।।#
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.