দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি
শ্বারদীয় দূর্গা পূজা উপলক্ষে পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে দুমকীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নের্তৃবৃন্দ। আলতাফ হোসেন চৌধুরী কুটনৈতিক সফরে দেশের বাহিরে থাকায় তার নির্দেশনায় নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন। সনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের নের্তৃত্ত্বে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে পশ্চিম আঙ্গারিয়া ১নং ওয়ার্ডে শ্রী শ্রী রাধা গোবিন্দ সার্বজনীন দূর্গা মন্দির, লেবুখালী ইউনিয়নে ১নং ওয়ার্ডে শ্রী শ্রী হরি মন্দির, দক্ষিণ জলিশা সার্বজনীন দূর্গা মন্দির এবং শনিবার সন্ধ্যায় দক্ষিণ মুরাদিয়া শ্রী শ্রী নবজাগরণ দূর্গামন্দির, মুরাদিয়া বটতলা সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, মধ্য মুরাদিয়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গামন্দির, ও মুরাদিয়া পাইন বাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, মুরাদিয়া বোর্ড অফিস বাজার সংলগ্ন সার্বজনীন দূর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, মাইনুল হাসান, সৈয়দ সাখাওয়াত হোসেন, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন, মুরাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা যুবদলের সদস্য আবু সায়েম, মুসা হাওলাদার, পারভেজ আহমেদ, মুরাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ সাহীন আলম,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ হান্নান তালুকদার প্রমূখ।
মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সনাতনধর্মালম্বীরা যাতে তাদের উৎসবগুলো নির্বিগ্নে পালন করতে পারেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত দিনের ন্যায় তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা সবাই বাংলাদেশী আমাদের মধ্যে কোন বৈষম্য থাকবেনা। সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বো।এসময় বিএনপি, যুবদল, শ্রমিকদল,ছাত্রদলসহ বিভিন্ন অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।