দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি
শিক্ষায় বৈষম্য দূরীকরণে সকল এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুল শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে দুমকি উপজেলা এমপিও ভুক্ত বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা পরিবার।
মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর, বেলা সাড়ে ১১টায় দুমকি উপজেলা পরিষদের প্রধান গেট সংলগ্ন লেবুখালী বাউফল মহাসড়কে আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, দুমকি উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ সমন্বয়ক,সালামপুর আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আতম অলিউল্লাহ, আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রব জোমাদ্দার, মুরাদিয়া বশির উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম ইউছুফ আলী ও চরগরব্দী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আমির হোসেন হাওলাদার প্রমুখ। এসময় উপজেলার সকল এমপিও ভুক্ত বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রধান ও শিক্ষক প্রতিনিধি উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষক প্রতিনিধি দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর কার্যালয়ে গিয়ে তার মাধ্যমে এক স্বারকলিপি মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর প্রদান করেন।