দুমকি উপজেলা পটুয়াখালী (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকি সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দুমকি উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশন ও স্কুল-কলেজ শিক্ষক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খান এর অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেলে দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুমকি উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশন ও স্কুল কলেজ শিক্ষক সমন্বয় কমিটির নেতৃবৃন্দের আয়োজনে এ দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মরহুম মোঃ জাকির হোসেন খান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ এর নির্বাহি অফিসার শাহীন মাহমুদ ও শিক্ষা অফিসার এবং দুমকি থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহম্মেদ, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজহার আলী মৃধা। উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় শিক্ষক সমিতির সভাপতি সহ অনন্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষক সমিতির সভাপতি ও অনন্য নেতৃবৃন্দ। এতে উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশন ও স্কুল কলেজ শিক্ষক সমন্বয় কমিটির সকল নেতৃবৃন্দ ও শিক্ষকমণ্ডলী এবং শুভাকাঙ্ক্ষীসহ তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
পরিবারের তথ্যানুযায়ী সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন খান গত ২০ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৬.৩০ এর সময় হার্ট অ্যাটাক করলে সাথে সাথে তাকে নিয়ে স্থানীয় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সরকারি হসপিটালে নিয়ে এডমিট করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১.৪০ মিনিটের সময় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।