দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় নতুন বাজারে এলাকায় মামুন সুপার মার্কেটে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মাসুদ আল মামুন (বাবু খান)।
৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় দুমকি নসিফ সিনেমা হল এলাকায় মামুন সুপার মার্কেটে গরিব নারী পুরুষের মাঝে ঈদের শুভেচ্ছা জানিয়ে কার্ড বিতরণের মাধ্যমে কার্ড জমা রেখে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মাসুদ আল মামুন (বাবু খান) আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা, দুমকি প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার, দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ মমতাজ উদ্দীন খান, দুমকি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জামাল মৃধা, সাধারন সম্পাদক, মোঃ সহিদ সরদার, বিএনপি নেতা মোঃ জাহিদ খান, যুবলীগ নেতা সৈয়দ মোঃ শাহিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ১হাজার গরিব দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। এবং বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আল মামুনের মাতা জলিশা তার নিজ বাড়িতেও একই সময় ঈদ উপহার সামগ্রী, চাল,তৈল,চিনি,সেমাই, গুড়া দুধের প্যাকেট বিতরন করেন। এভাবে প্রতি বছর ব্যবসায়ী মাসুদ আল মামুন গরিবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করে থাকে।