দুমকি উপজেলা (পটুয়াখালী ) প্রতিনিধি
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ‘২৪ উপলক্ষে ১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর ‘২৪ পর্যন্ত উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ। দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিউর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা ওলিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন, পল্লীসেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মৃধা, আঙ্গারিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান সোহরাব, মৎস্যজীবি দলের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
এ সময়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলেরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ বলেন, অবরোধ চলাকালীন সময়ে প্রকৃত জেলেদের ২৫ কেজি করে চাল দেয়া হবে। যদি কারো কার্ড থাকে কিন্তু প্রকৃত জেলে না তাদেরকে চাল দেয়া হবে না। তিনি আরো বলেন, অবরোধ চলাকালীন সময়ে প্রকৃত জেলেদের এনজিও’র কিস্তিও বন্ধ রাখার কথা উল্লেখ করেন। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.