মো. মাহাফুজুর রহমান, নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় ২ মাস পার হলেও হামিদপুর ইউনিয়নের ভোমবাগ সুইচগেট পাশে নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া ৪০-৫০ বছর বয়সী মহিলার লাশ উদ্ধার করা হলেও তার পরিচয় মেলেনি।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ অক্টোবর নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের ভোমবাগ সুইচগেট এলাকার নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় ৪০-৫০ বছর বয়সী এক নারীর অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ি। পরে পরিচয় না পাওয়ায় ময়না তদন্ত শেষে নড়াইল পৌরসভা কবরস্থানে লাশ দাফন করা হয়।
অজ্ঞাতনামা ওই নারীর পরিচয় পাওয়া গেলে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শামচুল হকের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। মোবাইল নাম্বার ০১৩২০১৬৬১১৪ (ইনচার্জ বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ি, কালিয়া, নড়াইল)।