ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার দৃপ্ত শপথে খুলনার দিঘলিয়ায় "আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪" পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা দুর্ণীতি দমন কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেনহটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্ণীতি দমন কমিশন খুলনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র, দিঘলিয়া থানার ওসি তদন্ত মোঃ টোকনুজ্জামান, দিঘলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, দিঘলিয়া উপজেলা উপ সহকারী কৃষি অফিসার মোঃ আনোয়ারুজ্জামান, দিঘলিয়া উপজেলা কাব স্কাউটের সাবেক কমিশনার মোল্যা হুমায়ুন কবির, দিঘলিয়া উপজেলা দুর্ণীতি কমিটির উপদেষ্টা এম সিদ্দিকুজ্জামান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম, এপেক্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্কর, আয়াতুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অতঃপর উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে এসে শেষ হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা বিভিন্ন বিদ্যালয়ে পড়াশুনা করে। তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে। আমাদের সকল মহলে দুর্ণীতি প্রতিরোধের সচেতনতা সৃষ্টি করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.