আজ ১৩ ডিসেম্বর, শুক্রবার সকালে নড়াইল পৌরসভার অন্তর্গত দূর্গাপুরে স্থাপিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, নড়াইল-এর সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন, নড়াইল জেলা শাখার উদ্যোগে 'দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা' শীর্ষক প্রকল্পের আওতায় একটি 'রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স' উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লিখিত প্রকল্পটির প্রকল্প পরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মোঃ আব্দুস সবুর।
নড়াইল জেলার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন। এসময়ে নড়াইলের নেজারত ডেপুটি কালেক্টর মোঃ জিসান আলী ও ইসলামিক ফাউন্ডেশন, নড়াইল জেলা শাখা-এর উপপরিচালক মিজানুর রহমানের পাশাপাশি উক্ত রিফ্রেশার্স কোর্সের প্রশিক্ষণার্থীগণ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজনবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনাকালে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসাটিতে জ্ঞানী, কর্মনিষ্ঠ ও আন্তরিক শিক্ষকবৃন্দের মাধ্যমে প্রদেয় শিক্ষার সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা এবং আগত শিক্ষার্থীদের জন্য জ্ঞানার্জনের যথোপযুক্ত পরিবেশ সৃষ্টি করাসহ সার্বিকভাবে প্রতিষ্ঠানটির সুষ্ঠু ও সুদক্ষ পরিচালনার নানান দিকের ওপর আলোকপাত করা হয়।
এসময়ে ইবতেদায়ী পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদেরকে জীবনের একেবারে প্রাথমিক ধাপ থেকেই সঠিক ধর্মীয় দীক্ষায় দীক্ষিত করে তোলার পাশাপাশি উত্তম চরিত্র গঠন ও জ্ঞান-বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রেও যথোপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে যথার্থ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারেও বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.