খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর সকল চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা- দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, ২০০৪ সালের ২১ আগস্টেও গ্রেনেড হামলার ঘটনা ছিল তারই ধারাবাহিকতা। সেই ষড়যন্ত্র এখনও চলছে।স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে।
ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির যে কোনো চক্রান্ত- ষড়যন্ত্র মোকাবিলা করে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা- দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলিতে হবে।বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দলিত সম্প্রদায় ও এতিমখানায় ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বাবুল আক্তার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল,
সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজি জিয়াউর রহমান, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহগীর হোসেন পাভেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, মাস্টার ইউনুস আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সাহেব আলী হুজুর, প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল,
সহ-প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, সদস্য কে এম আসাদুজ্জামান, সেনহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ,
সাধারণ সম্পাদক চৌধুরী ওদুদ হোসেন, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়নের সভাপতি গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক মো: ইকতার হোসেন, দিঘলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান তারেক, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক খান আবু সাইদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার,
উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ সম্পাদক সাইদুর রহমান, রুবেল হাওলাদার, রানা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, সাধারণ সম্পাদক হাফিজা খাতুন, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার হিরা,
দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রীন্স, সাধারণ সম্পাদক ইসরাইল চৌধুরী, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান গাজী, মুসা গাজী, রানা মেম্বার, সাহাব উদ্দিন মেম্বার, হাফিজ মেম্বার, আক্তার মেম্বার, আমীর মেম্বর, আকবর মেম্বর, আসাদ খামারী প্রমুখ।
এর আগে প্রধান অতিথি বারাকপুর ইউনিয়ন এর দলীয় নেতা কর্মীদের দেওয়া সংবর্ধনা উপস্থিত ছিলেন এবং পরে বারাকপুর ইউনিয়নের আডুয়া পশ্চিম আমবাড়িয়া সার্বজনিন দূর্গা মন্দিরে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
এসময় দিঘলিয়া প্রেসক্লাব ,বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া বিকালে প্রধান অতিথি তৃতীয়বারের মতন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.