নিজস্ব প্রতিবেদক
মোসাম্মৎ সালমা আক্তার (৩০) পিতা আব্দুস সালাম সর্দার, সাং সোনাকান্দা, হালে তুজার ভাঙ্গা, দাউদকান্দি পৌরসভা, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। গত ২২/০৮/২০২৪ইং কুমিল্লার বিজ্ঞ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সমূহের দ্রুত বিচার আদালত এর মাধ্যমে জানতে পারি, গত ৫/৮/২০২৪ইং ও ৬/৮/২০২৪ইং তারিখে দাউদকান্দিতে এক মহিলা সাংবাদিকের বাসায় সন্ত্রাসী হামলার খবর জানতে পারি। উক্ত সন্ত্রাসী হামলায় সুমনা, সোহরাব, ও রাবেয়ার নেতৃত্বে ৪০/৫০, জনের সন্ত্রাসী বহর অংশগ্রহণ করেন। সাংবাদিক সালমা একজন সহজ সরল অত্যন্ত সৎ নিরীহ শান্তিপ্রিয় সংবাদ কর্মী, সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি কাপড়ের ব্যবসার সাথে জড়িত, তিনি সৎ ভাবে জীবন যাপন করার জন্যই কাপড় ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করিতেছেন। দুষ্কৃতীকারী সোহরাব গং এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ প্রকৃতির লোক , সালমাকে মহিলা পাইয়া দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করিতে থাকে।
তাদের এই অন্যায়ে সালমা কখনো কর্ণপাত করে নাই। ৫/৮/২৪ইং তারিখে সোমবার দেশের অস্থীতি শীল পরিস্থিতির মধ্যে সোহরাব গং সালমার ভাড়া বাড়িতে চাঁদার দাবিতে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটায়। হামলার সময় তাদের হাতে দেশীয় অস্ত্র সহ আগ্নেয়স্ত্র ছিল। বাড়াবাড়ির গেট থেকে শুরু করে, ঘরের দরজা, সিড়ি,ভাঙচুর করে বাসার ভিতরে প্রবেশ করেন, বাসার টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আলমারি, ওয়ারড্রব, ব্লেন্ডার, আয়রন মেশিন, ওভেন মেশিন, কোকারিজের সব মালামাল ভেঙ্গে চুরে তছনছ করে প্রায় ৫০০০০০ (পাঁচ লক্ষ) টাকার খতি সাধন করে। আরো জানা যায় যে তাহার বাসার আলমারি থেকে দুই ভরি স্বর্ণালংকার ও গ্রামের বাড়িতে ঘরে রড কিনার টাকা নগদ ২ লক্ষ টাকা, একটি ব্রিফকেইস থেকে ২০টি শাড়ী আনুমানিক মুল্য ২ লক্ষ টাকা, ১টি বিদেশি ওয়াল মেট ৭০০০ হাজার টাকা নিয়ে যায়। ঐ সময়ে সালমার চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন জড়ো হতে থাকলে দুষ্কৃতিকারীরা অস্ত্রের মহড়া প্রদর্শন করিয়া, ত্রাস সৃষ্টি করিয়া জনমনে ভীতি সৃষ্টি করিয়া চলিয়া যায়। বিদ্যুতের আলোতে রাস্তায় চলাচলের গাড়ির আলোতে আসামিদেরকে চিহ্নিত করিতে সক্ষম হয়। ঘটনার বিষয়ে নিষ্পত্তির জন্য বিভিন্নভাবে হুমকি-ধুমকি প্রদর্শন করা হয়। এবং পরবর্তীতে ০১৭৬৩৪৪২৬৭৮ এই নাম্বার আরো বিভিন্ন নাম্বার থেকে মোবাইলে প্রাণে মেরে ফেলার ও ঘূম করে দিবে বলে হুমকি দেওয়া হয়।
আসামিরা হলেন
1. সোহরাব হোসেন (৪৫) পিতা জয়নাল হাজী, সাং তালতালতল, 2. শাহনাজ আক্তার সুমনা (৪৫) পিতা আব্দুল হক কমিশনার, স্বামী জাকির হোসেন, সাং সুন্দরপুর, (পূর্বপাড়া ভূইয়াবাড়ি) দাউদকান্দি , 3. রাবেয়া বেগম(৩৫), পতি সোহরাব হোসেন, সাং তুলাতলি , 4. সানি(২৫), পিতা জাকির হোসেন, সাং সুন্দরপুর। , 5. জাকির হোসেন (৫০) পিতা অজ্ঞাত সাং তালতুলি , 6. মোশারফ হোসেন (৫০) পিতা অজ্ঞাত, 7. আল আমিন (৪০) পিতা অজ্ঞাত, 8. স্বপন(৪০) পিতা অজ্ঞাত, 9. জয় (৪৫), পিতা জসিম সাং জামালকান্দি কুমিল্লা। আর অজ্ঞাতনামা ২০-২৫ জন। 10. সোহেল পিতাঃ হক কমিশনার, সাঃ নুর পুর মিরবাড়ি, থানা দাউদ কান্দি, কুমিল্লা
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.