ময়মনসিংহ থেকে রবিউল ইসলাম হৃদয়
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাজেট পেশ করেন ত্রিশাল পৌরসভার মেয়র জনাব আমিনুল ইসলাম।
বুধবার (২৬ জুন) সকালে পৌর সম্মেলন কক্ষে প্রস্তাবিত বাজেটে ৭৮ কোটি ১০ লাখ ৮১ হাজার ৭২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৭২৬ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকা। বাজেট অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ এর সঞ্চালনায় প্রস্তাবিত বাজেট পাঠ করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর, প্যানেল মেয়র মানিক ছাইফুল, প্যানেল মেয়র ফাতেমা আক্তার, কাউন্সিলর আজহারুল ইসলাম, কাউন্সিলর উসমান গনি কুসুম,কাউন্সিলর আলমগীর কবীর,কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন, কাউন্সিলর আনিছুজ্জামান বাবুল,কাউন্সিলর শাহনাজ পারভীন, মহিলা কাউন্সিলর বিউটি আক্তার রানু, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সানাউল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের বাজেট আলোচনায় উপস্থিত সবাই জনকল্যাণময় বাজেট বরাদ্ধ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.