খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ আবুল হাসান মুসাল্লী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন। মোঃ আবুল হাসান মুসাল্লী আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২৮ হাজার ১৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু দোয়াত- কলম প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭৩৮ ভোট। তেরখাদা উপজেলায় ৪৩টি কেন্দ্রে ভোটকেন্দ্রের আওতায় মোট ভোটার রয়েছে ০১ লক্ষ ০৩ হাজার ০৩ শত ৬৮ জন।
ভাইস চেয়ারম্যান পদে এস এম ওবায়দুল্লাহ বাবু উড়োজাহাজ প্রতীকে ১৮ হাজার ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আনিসুল হক তালা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২০৩ ভোট । এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেব সারমিন সুলতানা বিথী হাস প্রতীক নিয়ে ১৪ হাজার ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আঞ্জুমান আরা সুমি ফুটবল প্রতিক নিয়ে ১২ হাজার ২২৮ ভোট পেয়েছেন।
দ্বিতীয় ধাপে মঙ্গলবার খুলনা তেরখাদা উপজেলায় নিরূত্তাপ ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই ছিল বেশি। কোনো কেন্দ্রেই ভোটারের লম্বা লাইন চোখে পড়েনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.