তেরখাদা প্রতিনিধি
মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর ছবি বাঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করার অভিযোগে তেরখাদার শালিকদাহ গ্রামের নিউটন মজুমদার(৪২) নামে কে এক ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, তেরখাদা উপজেলার শালিকদাহ গ্রামের মৃত প্রমথ মজুমদরের পুত্র নিউটন মজুমদার মহানবী (সাঃ) এ ছবি বাঙ্গ করে ফেসবুকে স্টাটাস দেয়। বিষয়টি জানতে পেরে তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে গত ২ ডিসেম্বর বিকেলের দিকে বলদ্বর্না এলাকা থেকে তাকে আটক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে তেরখাদা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান নিউটন মাজুমদারের প্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শালিকদাহ ও বলদ্বর্না এলাকায় মুসলমানদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আটক নিউটন মজুমদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।