তেরখাদা প্রতিনিধি
গত ৬ ডিসেম্বর তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৩জন আসামীকে আটক করেন। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সূত্রে জানা গেছে,
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান তেরখাদায় যোগদানের পর পুলিশিং কার্যক্রমে গতি ফিরে এসেছে। অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে প্রতিনিয়ত চলছে অভিযান। আটক হচ্ছে মাদক ব্যবসায়ী, মাদক সেবী, ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামীসহ অপরাধী।
তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, তেরখাদায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম চলমান। তিনি বলেন যে কোনো মূল্যে আইন শৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা হবে। আইন শৃঙ্খলা ভঙ্গকারী যে-ই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।