তেরখাদা প্রতিনিধি
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তেরখাদা উপজেলার পানতিতা দক্ষিণ পাড়া হাওর নামক স্থানে ব্যাবসায়ীর টাকা ছিনতাই সংঘটিত হয়েছে। জানা গেছে, উপজেলার পানতিতা গ্রামের ডিম ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন ১২ ডিসেম্বর তারিখ রাত পোনে ১০টার দিকে তেবখাদা বাজার থেকে বাড়ি ফেরার সময় পানতিতা হাওরে পৌঁছলে ছিনতাইকারীরা ইকবাল হোসেনের ইজিবাইকের গতিরোধ করে। তারা ইজি বাইকের সামনের দিকে ইট মারে। এ সময় ইকবাল হোসেন ইজি থামিয়ে দেয়।
এ সুযোগে ছিনতাইকারীরা তাকে চেপে ধরে তার নিকট থেকে ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। সে চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।