তেরখাদা প্রতিনিধি
৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পোনে ১২ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসায় মোহাম্মদ শহীদুল্লাহ। উপজেলা মহিলা বিষয়ক অফিসায় নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু, উপজেলা কৃষি অফিসার শিউলি মাজুমদার, থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা প্রাণি সস্পদ অফিসার প্রিয়াংকর কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি ডাঃ অনিক কুন্ডু, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা, সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শারাফাত হোসেন দিপু, ইখড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম যুম্মান, সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা, বৈষমা বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এম এ কাদের ও মোঃ শাহ আলম রিপন। সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভা শেষে সফল জননী নারী মানোয়ারা বেগম, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সোনিয়া রহমান, অথনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী আয়শা হুমাইরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী সোনিয়া খাতুন এবং সমাজে অসামান্য অবদান রেখেছেন যে নারী শামীমা সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।