ঘন কুয়াশা আর শীতে জনজীবন বিপর্যস্ত
তীব্র শীত আর শৈত্যপ্রবাহে কাঁপছে খুলনাসহ পুরো জেলা। টানা চার- পাচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দক্ষিণঅঞ্চল জেলায়।
খুলনা,সাতক্ষীরা,কয়রা,পাইকগাছা, দিনব্যাপী কুয়াশার চাদরে ঢাকা থাকছে সবকিছু। ৪-৫দিন থেকে দেখা মিলছে হালকা সূর্যের। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহনগুলো। দিনভর ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়ছে জনজীবন।
জিরোপয়েন্ট আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে আজ মঙ্গলবার সকাল ৯টায় খুলনায় ৮দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ।
আরো জানান, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। খুলনায়ে একটানা ৪দিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। এ জন্য বেশি শীত অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে যেতে পারে।
জিরোপয়েন্টের ইজিবাইকচালক জাহিদ বলেন, ‘যে শীত তাতে লোকজন তো জরুরি কাজ ছাড়া বাহিরই হয় না। ভাড়াই নাই। কামাই তো অর্ধেক কমে গেইছে।
তাই একটু আগুন জ্বালিয়ে শরিলের শীত কমানোর চেষ্টা করছি গল্লামারী এলাকার বেলাল হোসেন ৬০) বলেন, ‘যে শীত পড়ছে আমাদের মতো বৃদ্ধদের জন্য খুব কষ্ট হয়ে গেছে। বাইরে চলাফেরাই করতে পারছি না।’
বেলা গড়ালেও কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। কাজের তাগিদে বাইরে বের হয়েছেন মানুষ।