শেখ রায়হান হোসেন, পাটলেলঘাটা
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঘোষ নগর শশ্বানে বৃহস্পতিবার বিকালে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিযে ডি সি উদ্যানের শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলার ডিসি মোঃ মোস্তাক আহমেদ উপস্থিত হয়ে এই “ডিসি উদ্যানটি” উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে ও তালা এ সি ল্যান্ড অফিসের নাজির খান নুরুল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাক আহমেদ বলেন এই জালালপুর ইউনিয়নে সরকার এর বেদখল হওয়া ২২ . ৫৮ একর একর খাস জমি উদ্ধার করা হয়েছে । এই জমির প্রকৃত দাবিদার এই এলাকার ভূমিহীন জনগন। আপনারা এখানে সময দিবেন এবং খেয়াল রাখবেন পুনরায় যেন বেদখল না হয়।
তিনি আরো বলেন আমরা জনগনের চাকর। জনগণের টাকায় আমাদের বেতন হয। আমাদের কাজ সেই জনগণকে সেবা প্রদান করার।আল্লাহ আমাদের সৃষ্টি করেছে মানুষের কল্যানের জন্য। আল্লাহ তালা আমাদের মাটি দিযে তৈরী করেছে। তাই সব সময মাটি ও মানুষের কল্যানে কাজ করতে চাই । কারো জমি যদি কেউ ফাকি দেয় আল্লাহু তাকে মাপ করবেন না। এই জমি আপনাদের। আপনারা এই জমি রক্ষানাবেক্ষন করবেন। আপনারা আম, জাম,কাঠাল,নারকেল গাছ, কুল গাছ লাগান। আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা করব । এখানে উদ্যান করা হবে। তার জন্য সর্ব প্রকার সহযোগিতা করা হবে। দুনিয়ার সকল জমির মালিক আল্লাহ তা’আলা। আমরা সরকারি কর্মকর্তা হিসেবে একটু দেখভাল করব। আর যারা ভূমিহীন আছে তারা স্হানীয় চেয়ারম্যান এর সঙ্গে যোগাযোগ করবেন তাদের বসবাসের জন্য ব্যবস্হা করা হবে।
এ সময বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির নেতা আব্দুল কাদের, রবীন্দ্রনাথ দাশ সহ স্হানীয় নেতৃবৃন্দ ।