সাব্বির মির্জা তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। আর ভোটারদের পছন্দের তালিকায় রয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকার। শনিবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার তালম ইউনিয়নে তালম মেলা পাড়া, নামো সিলেট, রকুনপুর,হাড়িসোনা, পারিল, গোন্তাসহ এলাকার কয়েক শতাধিক ভোটারদেরকে নিয়ে উঠান বৈঠক করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকার।
উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই নির্বাচনী পথসভা, গণসংযোগ, কর্মীসভা ও উঠান বৈঠক করছেন তিনি। বিভিন্ন এলাকার ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে তার উঠান বৈঠকগুলোতে। উঠান বৈঠকে মো. আসাদ আলী নামে এক জন বলেন, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সব সময় সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মিলেমিশে থাকে, কথাবার্তা বলে, তাতে আমরা তারেই ভোট দেব। সঞ্জিত কর্মকার চেয়ারম্যান হলে আমাগো এ এলাকায় অনেক উন্নয়ন হবে।
৫৫ বছর বয়সের মোবারক মোল্লা বলেন, সঞ্জিত কর্মকার আমাগো সন্তানের মতো, সে নির্বাচনে দাঁড়াইছে, আমরা তারেই ভোট দেব। ব্যক্তিগত জীবনে সঞ্জিত কর্মকারের কোনো কলঙ্ক নেই, সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় সে। মানুষের বিপদে আপদে নিজেকে বিলিয়ে দেয় সে। তাই উপজেলাবাসী এবার সঞ্জিত কর্মকারকে ভোট দিয়ে বিজয়ী করবে। তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কর্মকার বলেন, ছোটবেলা থেকেই আমার চলাচল গ্রামের সাধারণ মানুষের সঙ্গে। নির্বাচনে অংশ নিয়ে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, তাতে আমি মুগ্ধ। যেখানেই উঠান বৈঠক করছি, সেখানেই আমাকে এমনভাবে দোয়া করছেন যে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। তাড়াশ উপজেলার নির্বাচন অফিসার মেহরাজুল ইসলাম বলেন, তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট হবে ২১ মে।