তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন কলেজ ছাত্রী প্রেমিকা। এ ঘটনায় শত শত উৎসুক জনতা সেখানে ভিড় করছেন মেয়েটিকে এক নজর দেখার জন্য। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের দেবীপুর গ্রামে।
এ ঘটনায় প্রেমিক আলাউদ্দিন (৩০) পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ সরকারি কলেজের বাঙালা বিভাগের এম. এ ক্লাসের ছাত্রী ও খামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল সালামের মেয়ে লাবনী আক্তারের (২৫) সাথে তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের সোলায়মান প্রামানিকের ছেলে আলাউদ্দিনের (৩০) ১৩ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ।
প্রেমিক আলাউদ্দিন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে বর্তমানে কর্মরত রয়েছেন। লাবনী আক্তার বলেন, সম্পর্কের পর আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে গিয়ে স্বামী স্ত্রীর মতো সময় কাটাতো। সম্প্রতি বিয়ের কথা বললে আলাউদ্দিন নানা অজুহাতে সময় ক্ষেপন করতে থাকে। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে সে এখানে অনশন করছেন।
প্রেমিক আলাউদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, প্রেম ছিল অস্বীকার করবো না। কিন্তু মেয়েটির আরো কয়েক জায়গায় সম্পর্ক রয়েছে। যার ফলে বিয়ে করার প্রশ্নই ওঠে না। যা হয় আইনে সমাধান হবে। তাড়াশ থানার ওসি(তদন্ত) মো: নূরে আলম বলেন, এখন পর্যন্ত কেউ এ সংক্রান্ত অভিযোগ করেনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.