সাব্বির মির্জা তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আগামী ২১ মে তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮মে) বিকাল ৪টা থেকে তাড়াশ অডিটোরিয়াম মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আনারস সমর্থনে হাজার হাজার নেতা-কর্মী সমাবেত হয়। বিকাল ৫টায় সমাবেশ স্থল থেকে প্রচার মিছিল বের হয়ে তাড়াশ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কর্মী-সমর্থকরা আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে সঞ্জিত কর্মকারকে আনারস প্রতীকের জয়কে সামনে রেখে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে ডিগ্রি কলেজ সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তাড়াশ পৌর সদরের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শামীম সরকার। সমাবেশ তিনি বলেন, আগামী ২১ মে উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থীকে জয়ী করতে সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে জনগণের প্রতি ভোট প্রার্থনার জন্য আবেদন জানান। উল্লেখ্য, আজ থেকে ইউনিয়ন পর্যায়ে সঞ্জিত কর্মকারকে আনারস প্রতীকের সমর্থনে নিয়মিত প্রচার- প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।