খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ ক্ষমতার প্রভাব খাটিয়ে ও মোটা অংকের অর্থের বিনিময়ে ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার নারী সোমবার (২০মে) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তার অভিযোগ, মুখ খুললে চেয়ারম্যান তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উপজেলা চেয়ারম্যান এজাজ দীর্ঘদিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এজাজ গত ২৭ জানুয়ারি রাতে তাকে শাহপুর বাজারে অবস্থিত তার কার্যালয়ে ডেকে ধর্ষণ করেন। পরে ঘটনাটি তার খালাতো ভাইকে জানালে তিনি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। পরদিন ওসিসি থেকে ছাড়পত্র দিলে বের হওয়ার সময় এজাজের চাচাতো ভাই রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানসহ কয়েকজন মিলে তাকে ও তার মাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় গত ৬ মার্চ খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণ ও ৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলার আবেদন করেন তার খালাতো ভাই মো. গোলাম রসুল সরদার। পরে আদালতের নির্দেশে ডুমুরিয়া থানায় মামলা রেকর্ড হয়।
এরপর উপজেলা চেয়ারম্যান এজাজ তার কাছে গিয়ে কোরআন শপথ করে এক সপ্তাহের মধ্যে বিয়ে করে ঘরে তোলার প্রতিশ্রুতি দিয়ে তাকে মামলা তুলে নিতে বলে। নিরূপায় হয়ে তিনি আবারও তাকে বিশ্বাস করতে শুরু করেন। তদন্ত শেষে গত ২৫ এপ্রিল পুলিশ গোপনে আসামিদের অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সংবাদ সম্মেলনে মামলাটির পুনর্তদন্তের দাবি জানানো হয়।আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এজাজসহ ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এজাজের প্রতিদ্বন্দ্বি কোনো প্রার্থী এজাজ মামলা থেকে অব্যাহতি পাওয়ার প্রায় এক মাস পর সংবাদ সম্মেলন করাচ্ছে কিনা-এ প্রশ্নের উত্তরে বলেন, না তিনি নিজে থেকেই এসেছেন। মামলা থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি দেরিতে জেনেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম, নাগরিক নেতা অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, মফিদুল ইসলাম, মুনীর চৌধুরী সোহেল, নারী নেত্রী শামীমা সুলতানা শীলু, সিলভি হারুন, অ্যাডভোকেট উজ্জল, অ্যাডভোকেট পিয়া প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.