শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা বালির মাঠে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের ডাক্তার আব্দুল্লাহ্ ইউসুফ।
বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শফিকুল ইসলাম,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আফাজ উদ্দিন সহ আরো অনেকে
অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশে।