কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের পক্ষ থেকে সকল ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সের কাছে তুলে দেওয়া হয়েছে তিব্র তাপদাহ থেকে বাঁচতে ছাতা ও তোয়ালে এবং ওরেস এবং মিনারেল ওয়াটার। আজকের ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে সমস্ত থানার অন্তর্গত ট্রাফিক গার্ড ও কর্মরত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গরম থেকে বাঁচতে ছাতা ও মিনারেল ওয়াটার এবং গুলোকজ সহ অন্যান্য সামগ্রী।
সেই সঙ্গে প্রতিটি থানার অন্তর্গত বিভিন্ন যায়গায় পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য এবং গাড়ি চালকদের জন্য জলছত্র ব্যাবস্থা করা হয়েছে। সূদুর ডায়মন্ডহারবার থানা থেকে উস্হি থানা হয়ে বিষ্ণুপুর থানা ও মগরাহাট থানা এবং বজবজ মহেশতলা থানা এলাকায় দেখা গেছে পুলিশের পক্ষ থেকে জলছত্র ব্যাবস্থা করতে। এই জন এবং সামাজিক কাজে এগিয়ে এসেছেন ডায়মন্ডহারবার জেলা পুলিশের কর্মকর্তারা। আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার জেলা পুলিশের সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস সহ ডায়মন্ডহারবার জেলা পুলিশের সকল কর্মকর্তারা।
সেই সঙ্গে যুক্ত হয়েছে ডায়মন্ডহারবার মহাকুমার পুলিশের প্রধান সাকিব সাহেব এবং উস্হি থানার অফিসার ইনচার্জ আসাদুল সাহেব। তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে উস্হি থানা ও মগরাহাট থানা র সার্কেল অফিসার শ্রী রাজু সানকার। এই মহাৎ কাজের ফলে পথচারী মানুষ থেকে গাড়ির চালক সহ আম আদমি সুবিধা প্রদান করা হয়েছে।