মোঃ মিজানুর রহমান
বটিয়াঘাটা উপজেলার বাইনতলায় বাজারের পাশে অবস্থিত ডাঃ শাহজাহান আকুঞ্জী তাওহিদি দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল-২০২৩ প্রকাশিত হয়েছে।
আজ ৩১ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ১১টায় মাদ্রাসা মিলনায়তনে এ লক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোঃ আল মাহমুদ কাজী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আল মাহমুদ কাজী। এ সময় বক্তৃতা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা সাইদুর রহমান, মাওলানা নাজমুল হাসান,রহমত রাফি, মনজুরুল ইমাম, প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা সাইদুর রহমান, মাওলানা নাজমুল হাসান, মনজুরুল ইমাম, রহমত রাফি, জাকির হোসেন মাওলানা মারজান হোসাইন, মোঃ ইমদাদুল হক,মাসুমা খাতুন, নাজমুন নাহার,সহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ,ও ছাত্র ছাত্রী বৃন্দ।এ সময় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রদের বার্ষিক সামষ্টিক মুল্ল্যায়ন,ও অষ্টম ও নবম শ্রেণী ছাত্রদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ছাত্রদের হাতে তুলে দিয়া হয়।
সর্বশেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ শাহাজাহান আকুঞ্জী সাহেবের জন্য ও তার স্ত্রী,সন্তান,পরিবারের জন্য এবং বিজয়ের মাসে বঙ্গবন্ধুর পরিবারে যারা শহীদ হয়েছেন ও দেশের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন,ও মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী সকলের জন্য দুয়া ও মোনাজাত করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইদুর রহমান।