কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
শুক্রবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-চামটা সড়কের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মাকসুদা বেগম (৩৫)। তিনি তাড়াইল উপজেলার ভাদেরা গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের বাসা থেকে চার বছর বয়সী মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে করিমগঞ্জের বালিখলায় যাচ্ছিলেন। নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে গেলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান মাকসুদা বেগম। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন বলেন, অজ্ঞাত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাকসুদা নিহত হয়েছেন। তবে মোটরসাইকেলে থাকা তাঁর স্বামী ও কন্যা সুস্থ আছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.