টেকনাফ - কক্সবাজার থেকে: কামরুন তানিয়া
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী থেকে এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তাকে ছাড়তে পরিবারের কাছে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করছে অপহরণ কারীরা। অপহৃত বেলাল উদ্দিন (৩২) ওই এলাকার আলী আহমেদের ছেলে।
শনিবার দিবাগত রাত ৩ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন বেলালের চাচাতো ভাই অ্যাডভোকেট ফরিদ হোসেন।
অ্যাডভোকেট ফরিদ হোসেন জানিয়েছেন, বেলাল কক্সবাজার শহরের আদালত প্রাঙ্গণে ফটোকপির দোকান করে সংসার চালিয়ে আসছিল। প্রতি সপ্তাহে ছুটির দিনে নিজ গ্রামের বাড়িতে জমি দেখতে গিয়েছিল। শনিবার দিবাগত রাত তিনটার দিকে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়।
রবিবার বিকেলের দিকে পরিবারের কাছে ফোন করে প্রথমে ৭০ লাখ টাকা পরে ৫০ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন। স্থানীয় প্রশাসন ও কাউকে এ বিষয়ে অবহিত করলে বেলালকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হচ্ছে। তিনি বলেন, ফটোকপির দোকান করে সংসার চালানো বেলালের পরিবারের পক্ষে এতো টাকার মুক্তিপণ দেওয়া সম্ভব নয়।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, অপহরণের বিষয়টি জেনেছি। পুলিশ অভিযান চালাচ্ছে। অপরদিকে হোয়াইক্যংয়ের খারাংখালীতে এক ভাংগারী ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.