জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সম্মেলন ও “দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা এবং ‘গণআকাঙ্খা’ শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে। এসময় নুরুল আমিন সভাপতি, ওসমান সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ও জিয়াউল হক আকাশ নির্বাচিত ।
রবিবার (১৩ অক্টোবর) বিকেলের দিকে কক্সবাজার প্রেসক্লাবের মিলনায়তনে এ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির আহবায়ক নুরুল আমিন হেলালী ও ওসমান গণি ইলির সঞ্চালনায় জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সম্মেলন ও “দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা এবং’গণআকাঙ্খা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন,
বিশেষ অতিথি বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মোঃ আব্দুল মজিদ,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, মোঃ খায়রুল ইসলাম,সহকারি মহাসচিব মোঃ হাসান সরদার জুয়েল, সদস্য কামাল হোসেন আজাদ,কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা কমিটির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জিয়াউল হোক আকশ, সদস্য পাহানাজ বেগম, তানিয়া আক্তার, তামারা, নাছিমা আক্তার রানা মল্লিক,একে সোহেল, শওকত আলম, হোসাইন সুমন, জাফর আলম, রতন দা,ইউসুফ আলী, আজিজুল রহমান রাজু নাছির উদ্দিন পিন্টু, ইসমাইল লোকমান।
এ সময় আরো বক্তব্য রাখেন,জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সভাপতি নুরুল হোসাইন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইন, সহ-সভাপতি শাহ মোহাম্মদ জাহেদ, সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ, রামু উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ইমরান, মহেশখালী উপজেলা কমিটির সদস্য সচিব শাহা আলম সহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, প্রকৃত সংবাদকর্মীরাই পারে সত্য ও সুন্দর বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে। তাই জাতীয় সাংবাদিক সংস্থার পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে আজকের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে। বক্তারা আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সফল করে তোলার আহবান জানান।
সম্মেলন শেষে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার সম্মেলন ও দোয়া মাহফিলে নুরুল আমিন হেলালী সভাপতি, ওসমান গণি ইলি সাধারণ সম্পাদক এবং জিয়াউল হক আকাশ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা দেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।