জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হার্ট খুলির এলাকার শ্রী রাতুল দাস (৩৯ ) ও সাজেদুর রহমান বিপ্লব(৫৪) ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে হত দরিদ্রোর মাঝে বিনামূল্যে বরাদ্দকৃত চাউল মজুদ করে অধিক লাভের আশায় কালো বাজারে বিক্রি করতো।
জয়পুরহাটের তিলকপুর বাজার হাট এলাকা থেকে থেকে অবৈধভাবে মজুদ কৃত ১৫৫মন(২হাজার২০০কেজি) কেজি চাউল উদ্ধার করেছেন র্যাব , যার মূল্য ২ লাখ ৭৩ হাজার টাকা এই ঘটনা য় দুই কালো ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব গ্রেফতারকৃত হলেন
র্যাব জানায়, রিতুল (৩৮)ও সাজেদুর (৫৩)দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা চাল অবৈধভাবে মজুত করতেন। খাদ্য অধিদপ্তরের সিলমোহর করা সরকারি বস্তা পাল্টিয়ে ফিডের বস্তায় রাখতেন। পরে সেসব চাল অধিক লাভের আশায় বাজারে বিক্রি করতেন। অভিযানে ১২৪টি (প্রতি বস্তায় ৫০ কেজি) চালের বস্তা জব্দ করা হয়েছে। এসব বস্তায় ১৫৫ মণ চাল ছিল।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.