কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
কিশোরগঞ্জের করিমগঞ্জে পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। এক সপ্তাহে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বেড়েছে দাবি ব্যবসায়ীদের। তবে ক্রেতাদের অভিযোগ দাম বৃদ্ধির পেছনে রয়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেট।পেঁয়াজের মতো বৃদ্ধি পেয়েছে সবজির দাম। এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। করিমগঞ্জ উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ১০৫ টাকা থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও করিমগঞ্জে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়।
ক্রেতাদের অভিযোগ, কঠোর বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা যেভাবে পারছেন সেভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছেন। একেক সময় একেক অজুহাত দাঁড় করিয়ে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন। মূলত করিমগঞ্জের পাইকারী আড়ত কতিপয় ব্যবসায়ী মিলে সিন্ডিকেট করে নিত্য পণ্য দাম বাড়িয়ে থাকেন বলে অভিযোগ তাদের।ব্যবসায়ীরা জানান, মূলত বাজারে সরবরাহ কম ও আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেও দাম বেড়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.