স্বীকৃতি বিশ্বাস, যশোর
সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের হাতে বাংলাদেশ গ্রাম থিয়েটার পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করে হয়। গতকাল শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের বন্ধু ও সাথীদের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ক্ষতিগ্রস্তদের মাঝে এ নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের সমন্বয়কারী হাসান হাফিজুর রহমান বনবিবি থিয়েটার নিবাস মন্ডল শব্দ থিয়েটারের সোহেল ফানুস থিয়েটার এর প্রতীক সহ আরো অনেকে।
উল্লেখ্য বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদের সংগৃহীত ২ লক্ষ টাকা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় এবং এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে নাট্যচার্য সেলিম আল দীন স্মরণে একটি স্মারক বটবৃক্ষ রোপন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.