মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
আজ সকাল ৪ ঘটিকায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন সাজাইল ইউনিয়নের নিচু মাজড়া এলাকায় ঢাকা -খুলনা মহাসড়কের উপর ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো - ট ২৪-৫৬০৪) বেপরোয়া ও দ্রুত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে রেন্ডি গাছের সাথে ধাক্কা দেয়।
এতে দূর্ঘটনার ফলে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকের অজ্ঞাত (৩০) নামীয় হেল্পার ট্রাকের ভিতরে আটকা পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ট্রাকের ড্রাইভার মাহবুব(৪০), পিতা: অজ্ঞাত, সাং-অজ্ঞাত গুরুতর আহত হয়। ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস টিম সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণ করেন। বর্ণিত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। উক্ত বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.