স্টাফ রিপোর্টার
ভিকটিম মৃত সাইফুল মল্লিক(২০), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মাছিয়াড়া গ্রামের – মৃত রোকন মল্লিকের ছেলে, পেশায় ব্যাটারী চালিত অটো ভ্যান চালক। প্রতিদিনের ন্যায় গত ০৩ ডিসেম্বর সকালে ভিকটিম সাইফুল মল্লিক তার ব্যাটারী চালিত অটো ভ্যান ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে ব্যাটারী চালিত অটো ভ্যান নিয়ে সাবেক পদ্মবিলা সাকিনে জনৈক আবুল মোল্লা এর মাছের ঘেরের উত্তরে পাকা রাস্তার উপর পৌঁছালে ধৃত আসামী নাদের শেখ (৫৫), পিতা- মৃত ছাকেম শেখ, হাবিব শেখ (২৩), পিতা- নাদের শেখ, এবং আসামি আরিফ শেখ,পিতা- মৃত ইসরাইল শেখ, সর্ব গ্রাম- দড়ি পদ্মবিলা, থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ সহ অন্যান্য আসামীগন তাকে চোর চোর বলে ধাওয়া করে। ভিকটিম তার অটো ভ্যান নিয়ে দ্রুত ঐ স্থান থেকে চলে আসতে চাইলে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন সাবেক পদ্মবিলা ব্রিজের গোড়ায় অটো ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে ভিকটিম ভ্যানের নিচে পড়ে যায়। পরবর্তীতে ধৃত আসামীসহ তার অন্যান্য সহযোগী আসামীগন ঐ স্থানে পৌছাইয়া ভিকটিমকে চোর বলিয়া পুনরায় এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আঘাতপ্রাপ্ত ভিকটিম সাইফুল মল্লিক’কে চিকিৎসার জন্য কাশিয়ানি সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উক্ত হত্যাকান্ডের পর ভিকটিমের বোন বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে উক্ত হত্যাকান্ডে জড়িত সকল আসামিরা আত্মগোপনে চলে যায়। নৃশংস এই হত্যাকান্ডটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র্যাব-০৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডে জড়িত আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ও র্যাব-৬, সদর কোম্পানি, ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল ০৯ ডিসেম্বর দুপুর সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন নওয়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অটো ভ্যান চালক সাইফুল মল্লিক’কে নৃশংসভাবে হত্যাকান্ডে সরাসরি জড়িত পলাতক আসামী নাদের শেখকে গ্রেফতার করে এবং খুলনা জেলার দিঘলিয়া থানাধীন শেনহাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে জড়িত পলাতক আসামী হাবিব শেখ(২৩) এবং আরিফকে গ্রেফতার করে। অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর করা হয়।