1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় কাঠ বোঝাই অবৈধ লাটা উল্টে পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম।

গৃহবধুকে শ্লীলতা হানির চেষ্টা ও মারপিটের মামলায় পালিয়ে যাওয়া রাশেল মেম্বার গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার

 

নড়াইলের নড়াগাতীতে আলোচিত সেই লম্পট ইউপি সদস্য রাশেল শেখ পুলিশের হাতে আটক হয়েছে। ২৭ এপ্রিল (শনিবার) রাত সাড়ে ৮ টার দিকে থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

২৪ এপ্রিল (শুক্রবার) রাত আড়াই টার দিকে মিলিয়া খানমের বসত ঘরে দরজা ভেঙ্গে ঢোকার চেস্টা কালে মিলিয়া খানমের ফোন কলে তার ভাসুর নাজির মোল্যা (৬১) ও তার স্ত্রী পারভীন বেগম রাশেল শেখকে ধরে ফেলেলে কুপিয়ে, পিটিয়ে ও কিলঘুষি মেরে আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই রাশেল শেখকে আসামী করে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মিলিয়া খানম। মামলা নং- জিআর২৪/২৪। রাশেল শেখ থানার বাঐসোনা ইউনিয়নের উত্তর ডুমুরীয়া গ্রামের (৯ নং ওয়ার্ড) ইউপি সদস্য ও ওই গ্রামের হেমায়েত শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই গ্রামের ফারুক হোসেন চাকুরীর সুবাদে বাহিরে থাকায় তার স্ত্রী মিলিয়াকে লম্পট মেম্বার দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন রাত আড়াই টার দিকে মিলিয়া খানমের বসত ঘরে দরজা ভেঙ্গে ঢোকার চেস্টা করে লম্পট মেম্বার। মিলিয়া খানমের ফোন কলে তার ভাসুর নাজির মোল্যা ও জা পারভীন বেগম রাশেল শেখকে ধরে ফেলেলে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

 

অতঃপর ২৭ এপ্রিল নড়াগাতী থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। মিলিয়া খানমসহ আশেপাশের অনেকে জানান, ওই লম্পট মেম্বার একজন দুর্ধর্ষ মাদকসেবী ও কারবারী। তার কর্মকান্ডে এলাকাবসী অতিষ্ঠ। গ্রামের কোন মহিলাই তার কাছে নিরাপদ নয়। দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে ওই রাশেল শেখ। লম্পট মেম্বারের কঠিন শাস্তি দাবি করেছেন তারা।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park