খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে মাছ কোম্পানীর শ্রমিক আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মডার্ণ সী ফুডের সামনে এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে, তার নাম রাসেল।
দুর্বৃত্তের গুলিতে আহত হলেন, বাগমারা এলাকার বাসিন্দা জনৈক বেলায়েত হোসেনের ছেলে ইমরান মানিক (২৫)। তিনি উপজেলা মডার্ণ সী ফুড কোম্পানীতে শ্রমিক হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে শ্রমিক ইমরান মানিক মডার্ণ সী ফুডের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এমন সময় একটি প্রাইভেট ও একটি মোটরসাইকেল ওই দোকানের সামনে আসে। প্রাইভেট কারে থাকা সন্ত্রাসীরা শ্রমিক ইমরান মানিককে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি তার পায়ে লাগে। গুলির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা প্রাইভেট কার ও মোটরসাইকেলকে ধাওয়া দেয়। প্রাইভেট কারে থাকা সন্ত্রাসীরা পালিয়ে গেলেও মোটরসাইকেলে থাকে সন্ত্রাসীকে ধরে ফেলে স্থানীয়রা। স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোর্পদ করে। এর আগে স্থানীয়রা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যায়।
রূপসা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, এ ঘটনায় রাসেল নামে একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কি কারণে শ্রমিকের ওপর গুলির ঘটনা তা বিস্তারিত জানাতে পারেনি। এ ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.