এস.এম.শামীম দিঘলিয়া।
গাজীরহাট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শ্রীরাম রায় (৪৮) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন । মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে শ্রীরাম রায়ের মৃত্যুর সংবাদ শুনে শুক্রবার সকালে তার বাড়ীতে যান দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, গাজীরহাট ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার বিশ্বাস। দুপুরে গাজীরহাট মহাশ্মাশানে শ্রীরাম রায় কে দাহ করা গয়।
শ্রীরাম রায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সেনহাটী ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ বিল্লাল মুন্সি, গ্রাম পুলিশ দেবব্রত ভৌমিক দেবু, কমল দত্ত, মোল্লা জিয়াউর রহমান জিয়া, মোঃ মহাসিন, মোঃ আব্দুল, মোঃ বাবুল, মহাসিন বাওয়ালী, মোঃ বিল্লাল, সোহাগ সিকদার। দিঘলিয়া ইউনিয়ন পরিষদের মামুন, শামছু, সবুর, সলেমান। বারাকপুর ইউনিয়ন পরিষদের জিয়াউর রহমান, ওয়াহিদুজ্জামান, সংজয়, সৌরভ।
গাজীরহাট ইউনিয়ন পরিষদের কালিপদ দত্ত, বাবুল শেখ, রিতা, হাসমত, বাবু ফকির, খোকন বিশ্বাস। আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের বজলে, ফরহাদ, আল আমিন প্রমুখ।