রিপন বিশ্বাস
নড়াইল জেলার সদর থানার কলোড়া গ্রাম থেকে তিন যুবককে আটক করছে নড়াইল সদর থানা পুলিশ।
শুক্রবার সকালে তাদেরকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯) মাগুড়া জেলার সদর থানার নিজনান্দুয়ালী গ্রামের মোঃ ফারুক বিশ্বাসের ছেলে, মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) একই গ্রামের মোঃ বাবুল শেখের ছেলে ও মোঃ সুজন মোল্লা (১৯) যশোর জেলার অভয়নগর থানার বনগ্রামের মোঃ শফিকুল মোল্লার ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুপ্রভাত কুমার বিশ্বাস, এএসআই (নিঃ) মোঃ আব্দুর রহমান ফোর্সসহ কলোড়া নড়াইল টু গোবরাগামী পাঁকা রাস্তার উপর থেকে তিন যুবককে আটক করে।
এ সময় আসামীদের কাছ হতে ১০০ গ্রাঁম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।