1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় কাঠ বোঝাই অবৈধ লাটা উল্টে পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। লোহাগড়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত।  খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভোশির দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ  লোহাগড়ায় সর্বদলীয় নেতা মেম্বার ধলু, যে দল ক্ষমতায় যায় সেই দলই তার  লোহাগড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পুরুষ ও নারী ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপালগঞ্জে জেলা বিএনপির নতুন আরো একটি কার্যালয়ে উদ্ভোধন রামপালে স্বপযাত্রার শিশুদের উদ্ভাবনী উৎসব মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম।

খুলনা- ০৪ আসনের-তিন-উপজেলা বাসীর উদ্দেশ্যে-এমপি আব্দুস সালাম মূর্শেদীর কথা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোল্লা জাহাঙ্গীর আলম

প্রাণপ্রিয় রূপসা-তেরখাদা ও দিঘলিয়াবাসী, সকলকে জানাই অন্তরের অন্তস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের কোন ভাষা আমার জানা নেই,কারণ আপনাদের কারণেই আমি আজ এমপি সালাম মূর্শেদী।ফুটবল খেলার আঙিনা পেরিয়ে সবার মত নিজের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের সময় যখন আমার এসেছিল তখন আপনাদের ভালো বাসা আমাকে বেঁধে ছিল এক অবিচ্ছেদ্য মায়াজালে।সে মায়ার এবং ভালোবাসার বাঁধন ছিড়তে পারিনি আজও।আপনাদের ভালোবাসা আমাকে টেনে নিয়ে গেছে অনাহারির ঘরে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মিছিলে। প্রকারান্তরে রাখতে পারিনি নিজের ঘরের খবর, হাঁড়ির খবর। আমার পরিবার বিশেষ করে কণ্যাত্রয় আপনাদের আর সকলের সন্তানের মতই অপেক্ষা করেছে আমার জন্য রাতের পর রাত জেগে আমার বাড়ি ফেরার পথ চেয়ে।কোনদিন হয়তো ফিরতে পারিনি,পারিনি আপনাদের সকলের মত বুকে জড়িয়ে নিজের সন্তানকে নিয়ে পারিবারিক সুখের সময় পার করতে।অপেক্ষা করতে করতে পিতৃস্নেহ বঞ্চিত হওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে। সেই সকল করুন কষ্টের দিনগুলির আমি ভুলে যায় আপনাদের ভালোবাসায়।এক বুক আশা নিয়ে অপেক্ষায় প্রহর গুনছিলো আমার পরিবার তথা সন্তানেরা এই ভেবে যে, তাদের পিতা খুলনা ৪ আসনের তথা রূপসা- তেরখাদা- দিঘলিয়া বাসীর ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করছেন এবং অনাহারী মানুষের মুখে খাদ্যও হাসি ফুটিয়েছেন।আমার লড়াইয়ের সাথী, মিছিলের এবং শ্লোগানের সাথীরা আমার পথ চলার প্রেরণা হয়ে থেকেছে সব সময়।আর সেই প্রেরণাই আমাকে বার বার নির্বাচনে আসতে সাহস যুগিয়েছে। আমি বিত্তবান, তবে ধনে নয়,বিত্তবান আপনাদের ভালোবাসায়,আপনাদের স্নেহের পরশের। সারা জীবন অসাম্প্রদায়িক রাজনীতির চর্চাই আমার ব্রত। চেষ্টা করি নিজের সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকার

চলার পথের ভূল-ভ্রান্তি নিয়ে আমি দুশ্চিন্তায় থাকিনি কখনোই, কারণ আমার আপন মানুষ আপনারা নিশ্চয়ই আমার উদ্দেশ্য নিয়ে কখনোই ভুলবুঝবেন না। পথ চলতে চলতে জীবনের মূল্যবান দিন- মাস- বছর গুলি কখন যে এই সমাজের ময়দানে আপনাদের সাথে পার করেছি তা বুঝতেই পারিনি।আজও আমি স্বপ্ন দেখি আপনাদের পাশে থেকে একটি ক্ষুধা- দারিদ্র্য, সন্ত্রাস-মাদক এবং দূর্নীতি মুক্ত খুলনা ০৪ আসন গড়ে তোলার।আজ সময় এসেছে জেগে ওঠার। আগামি কালের নতুন সূর্যোদয়ের সাথে সাথে আসুন আমরা শপথ করি এই নির্বাচনে আপনার-আমার, সকলের প্রিয় নৌকা প্রতীকে আমাদের মহা মূল্যবান ভোট প্রদান করে আমাদের সকলের স্বপ্নের খুলনা ৪ আসন তথা রূপসা-তেরখাদা ও দিঘলিয়া গড়ে তুলতে অবদান রাখি।খুলনা সংসদীয় আসন ১০২ তথা খুলনা ০৪ আসন রূপসা,তেরখাদা ও দিঘলিয়া এই তিন উপজেলার এমপি,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী-আব্দুস সালাম মূর্শেদীর পক্ষে -রূপসী -রূপসার-মোল্লা জাহাঙ্গীর আলম।সাবেক-বর্তমান ও বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকার মাঝি _এমপি আব্দুস সালাম মূর্শেদী”র বিজয়ের অপেক্ষায়——–
আগামী ৭ই জানুয়ারি ২০২৪ এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে_সারাদিন নৌকা মার্কায় যার যার ভোট দিন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park