1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিতব্য ঈদ উল ফিতরের প্রধান ঈদ জামায়াতের নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আজ ০৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২.৩০ ঘটিকায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে মহানগরীর সদর থানাধীন খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিতব্য ঈদ উল ফিতরের প্রধান ঈদ জামায়াতের নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক।

 

পরিদর্শনকালে সিটি মেয়র ও কেএমপি’র পুলিশ কমিশনার উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সদাসর্বদা তৎপর। আমরা রমজানের শুরু থেকে এবারে ঈদ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এবছর খুলনা মহানগরীতে ৬৫ টি ঈদগাহ ময়দান এবং ৩৮২ টি মসজিদে ঈদ উল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের জামায়াত এবং আসন্ন বাংলা নববর্ষকে ঘিরে কোন কোন অপশক্তি যাতে কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড সম্পাদন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঈদে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, এটিএম বুথ, শপিংমল এবং বাসা বাড়ির নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে ঈদে অনেক মানুষ শহর ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে যাবে ফলে অধিকাংশ বাসা বাড়ি ফাঁকা থাকবে এসময় চুরি ঘটনা যেন বৃদ্ধি না পায় সেজন্য মোবাইল পেট্রোলিং বাড়ানো হয়েছে। সবশেষে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন; পুলিশ সুপার, খুলনা জেলা মোহাম্মদ সাঈদুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park