শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে রূপসা এলাকা থেকে তৃতীয় লিঙ্গের দুই সদস্যসহ চার মাদক বিক্রেতাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে ১১৮০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আটকৃতরা হলেন আলামিন শেখ(৩২), মিনা বেগম(২৮), পরীমনি হিজড়া(২১) ও বোগা হিজড়(২২)।
এজাহার সূত্রে জানা যায়, রূপসা- মংলা মহাসড়কের কুদির বটতলা নামক এলাকায় ১১ ডিসেম্বর আনুমানিক বিকাল সাড়ে তিনটার সময় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কয়েক ব্যক্তি অবস্থান করছে। এমন খবর পেয়ে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম রুপসার উক্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
এ সময় আটক আলামিনের দেহ তল্লাশি করে ৩০০ টি ইয়াবা ট্যাবলেট, মিনা বেগমের নিকট থেকে ৩০০ টি, পরিমণি হিজড়ার নিকট থেকে ৪০০ টি এবং বোগা হিজড়ার নিকট থেকে ১৮০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া আটকৃতরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট স্বীকার করেন তারা দীর্ঘ দিন ধরে অপরের সহযোগিতায় মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক জিন্নাত আলী শেখ বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৯, তাং ১১ডিসেম্বর।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.