১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টায় বয়রা পুলিশ লাইন্সে কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে কেএমপি'র পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
ঈদ নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অত:পর পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম জামাতে আগত পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে দুইটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টায় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
ঈদ জামাতে কেএমপি'র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ ছাড়াও সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.