১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের জার্ণালিস্ট লিয়াকত আলী অডিটরিয়ামে বাংলাদেশে জলবায়ু বান্ধব এবং জলবায়ু সহনশীল চিংড়ি চাষ (ইকোপ্রন) শীর্ষক স্টেকহোল্ডার সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।
ইকোপ্রন প্রকল্পের কান্ট্রি কো অডিনেটর অধ্যাপক বদিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোঃ নাজমুল আহসান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। আরও উপস্থিথ ছিলেন পবিপ্রবি, বাকৃবি, খুকৃবি ও খুবির বিভিন্ন অনুষদ ও বিভাগের ডিন ও চেয়ারম্যানবৃন্দসহ শিক্ষকবৃন্দ, মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞবৃন্দ ও খুলণা এলাকার মৎস্য চাষীরা।
বাংলাদেশে জলবায়ু-বান্ধব এবং জলবায়ু-সহনশীল চিংড়ি চাষকে সংক্ষেপে ইকোপ্রন নামে নামকরণ করা হয়েছে। এটি পবিপ্রবি , বাকৃবি এবং ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, ডেনমার্কের সাথে কোল্যবরটিভ একটি ৫ বছর মেয়াদী একটি গবেষণা প্রকল্প যা ড্যানিডা-এর অর্থায়নে পরিচালিত। প্রকল্পটি আটজন পিএইচডি শিক্ষার্থীকে অর্থায়ন করে।
এই গবেষণা কার্যক্রমের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে চিংড়ি চাষের উপর গবেষণা ক্ষমতা জোরদার করার পাশাপাশি চিংড়ি শিল্পকে জলবায়ু পরিবর্তনের জন্য প্রস্তুত করার বিষয়ে নতুন নীতি প্রদান করে সরকারকে পরামর্শ দেয়া। রপ্তানী আয় কমে যাওয়ার কারনগুলোকে চিন্হিত করে এর সমাধান বের করাও এ প্রকল্পের লক্ষ্য। অনুষ্ঠানের মুক্ত আলোচনায় খামারীরা তাদের বিভিন্ন প্রশ্ন করেন এবং এর জবাব দেন অধ্যাপক ড. মাহফুজুল হক, অধ্যাপক ড. লোকমান আলী ও অধ্যাপক ড. আক্তারুজ্জামান খান।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.