শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা
খুলনা বটিয়াঘাটার ভান্ডার কোর্ট ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে আলম বাহিনীর নেতৃত্বে আলাউদ্দিনের মৎস্য ঘেরে বিষ দিয়ে ৭ লাখ টাকার ক্ষতি করেছ দুবৃর্ত্তরা। এতে আনুমানিক ৭/৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক মোঃ আলাউদ্দিন।
তিনি জানান, একই গ্রামের মৃত আকবর আলী হালদারের ছেলে আলমগীর হালদার ও রউফ শেখের ছেলে নুর ইসলাম শেখ এবং শহিদ শেখের সহিত আমার মাছের ঘের নিয়ে বিরোধ আছে। যার কারনে তারা আমার মাছের ঘেরের ক্ষতি সহ মাছ মেরে ফেলার জন্য পূর্ব থেকে পরিকল্পনা করতে থাকে। আমার মাছের ঘেরটি আলী হোসেন সর্দার ও ওমর আলী সর্দার পাহারা দেয়। প্রতিদিনের ন্যায় গত ৫ই মে ২০২৪ ইং তারিখে সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময়
আলী হোসেন সর্দার ও ওমর আলী সর্দার ঘেরের বাসায় শুয়ে ছিল। তখন আলম বাহিনীর আলমের নেতৃত্বে মৃত আকবর আলী হালদারের ছেলে আলমগীর হালদার ও রউফ শেখের ছেলে নুর ইসলাম শেখ এবং শহিদ শেখ সহ আরো প্রায় ৫/৭ জন লোক পূর্ব পরিকল্পনা মোতাবেক আমার মাছের ঘেরের ক্ষতি করার জন্য বে-আইনী জনতাবদ্ধে হাতে লাঠী সোঠা, লোহার রড, বেড় জাল নিয়ে আমার মাছের ঘেরে প্রবেশ করে ঘেরে কীটনাষক (বিষ) ছড়িয়ে দিয়ে ঘের থেকে অনুমান ২,৫০,০০০/- টাকার গলদা চিংড়ি মেরে নিয়ে যায়। কীটনাশক প্রয়োগের ফলে ঘেরে থাকা আরো প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার মাছ মরে ক্ষয়ক্ষতি হয়।
আলম বাহিনীর আলম খুবই খারাপ এবং ভয়ঙ্কর প্রকৃতির একজন লোক। সাবেক এই মেম্বরের অত্যাচারে এলাকাবাসী অধিষ্ঠিত তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ান। বটিয়াঘাটা উপজেলায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।