অরুপ জোদ্দার বটিয়াঘাটা প্রতিনিধি
সারাদেশের ন্যায় খুলনার বটিয়াঘাটায় উপজেলাপ্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ শরীফ শাওন, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা , খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, মেরিন ফিশারিজ অফিসার রতন চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস, বিএনপি নেতা সাইফুল ইসলাম, মোঃ আজিজুর রহমান আজিজ, অবঃপ্রাপ্ত মনোরঞ্জন মন্ডল, মানবাধিকার সংগঠন নেতা সরদার হাফিজুর রহমান হাফিজ ।
সভায় ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনী এদেশের বিভিন্ন শ্রেণী পেশার সকল বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে বুদ্ধিজীবী শূন্য করে দিতে চেয়েছিল । দেশের সেই সকল বুদ্ধিজীবীদের স্মরণে এবং তাদের জীবনী নিয়ে আলোচনা করা হয় ।