খুলনা প্রেসক্লাবের নিবাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের ১১ জনের স্থায়ী সদস্য পদ বাতিল করা হয়েছে। একইসঙ্গে ৩ জন স্থায়ী সদস্যকে আজীবন সদস্য পদ দেওয়া হয়েছে। এছাড়া সভায় ক্লাবের উন্নয়ন, সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
সভায় আজীবন সদস্য হয়েছেন অমল সাহা, মকবুল হোসেন মিন্টু ও আব্দুল মালেক। যাদের সদস্য পদ বাতিল করা হয়েছে তারা হলেন, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, শেখ মো: সেলিম, মল্লিক সুধাংশু, মোঃ আব্দুল হালিম, ফ ম সালাম, রাহুল রাহা, দীপ আজাদ, দেবাশীষ জোদ্দার, এস এম ফরিদ রানা, মোঃ আতিয়ার রহমান তরফদার ও মিনা অছিকুর রহমান দোলন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নিবার্হী সদস্য মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহম্মদ মুসা রঞ্জু প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.