1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা মেডিকেলে অনিয়ম-দূর্নীতির প্রমান পেয়েছে দুদক, কর্মচারী বরখাস্ত। নারী মাদক ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‍্যাব-৬। খুলনায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে র‌্যাফেল ড্র নামে জুয়ার টিকিট, নিঃস্ব হচ্ছে মানুষ লোহাগড়ায় চুরির ঘটনায় ২৫ বছরের এক যুবক গ্ৰেফতার খুবির সাই‌টে স্কুলের ৭ মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান খুলনায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহ সীমান্তে ভারতীয় যুবক আটক খুলনায় সাদপন্থী সন্ত্রাসীদের নিষিদ্ধের দাবিতে গণজমায়েত ও স্মারকলিপি প্রদান খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে দাকোপে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

খুলনাসহ বিভাগের দশ জেলার সেরা করদাতাদের সম্মাননা পেয়েছেন ৭৭ জন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এ বছরও খুলনাসহ বিভাগের দশ জেলার সেরা করদাতাদের সম্মাননা পেয়েছেন ৭৭ জন। মঙ্গলবার সকাল ১০টায় খুলনা পাবলিক কলেজের অডিটরিয়ামে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ। জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধায়নে ও কর অঞ্চল খুলনার আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।

খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কর আপীল অঞ্চলের কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার ম. সফিউজ্জামানান, খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ-১) মুঃ মহিতুর রহমান, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক ও খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি এড. জিএম গোলাম রসুল।

চারটি ক্যাটাগরিতে প্রত্যেক জেলায় ৭ জন করদাতাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো সর্বোচ্চ করদাতা ৩ জন, দীর্ঘ মেয়াদি করদাতা ২ জন, তরুণ সর্বোচ্চ করদাতা ১ জন এবং সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা ১ জন। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনসহ বিভাগের দশ জেলায় মোট ৭৭ জন করদাতাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

খুলনা সিটি কর্পোরেশন : খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ করদাতা হলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জিয়াউল আহসান ও খান সাইফুল ইসলাম। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন এইচ এম শামসুদ্দিন ও সুফিয়া খানম। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী মোঃ শহিদুল ইসলাম এবং সর্বোচ্চ নারী কর প্রদানকারী হলেন সাহিদা আনোয়ার।

খুলনা: জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ করদাতা যথাক্রমে জয়দেব মন্ডল, মোঃ বদরুদ্দোজা, আঃ জব্বার গাজী। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন শেখ মনজুরুল হক ও শেখ সালাউদ্দিন। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মোঃ সাহিদুর রহমান। সর্বোচ্চ নারী কর প্রদানকারী হয়েছেন মহাসিনা শিরিন।

সাতক্ষীরা: জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মোঃ জাহাঙ্গীর হাসান, সুকুমার দাস ও জি এম খোরশেদ আলম। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন মোঃ আব্দুর রহমান ও শেখ মতিয়ার রহমান। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মীর শাহীন হোসেন। সর্বোচ্চ নারী কর প্রদানকারী মোছাঃ তানজিলা খাতুন।

বাগেরহাট: জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মোঃ সোহেল কবির, শেখ নুরুল ইসলাম খোকা ও শেখ লিয়াকত হোসেন। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন মিশন কুমার সাহা ও জমাদ্দার মোজাফফর হোসেন। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মোঃ জুয়েল হোসেন। সর্বোচ্চ নারী কর প্রদানকারী হলেন পপি আক্তার।

নড়াইল : জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন যথাক্রমে মোঃ গিয়াসউদ্দিন খান, অলোক কুমার কুন্ডু ও সিকদার তোফায়েল আহমেদ। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন সুকদেব কুন্ডু ও রাজকুমার বিশ্বাস। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মোঃ আশরাফুল ইসলাম। সর্বোচ্চ নারী কর প্রদানকারী হলেন শিল্পী রানী কুন্ডু।

যশোর: জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ করদাতা যথাক্রমে মোঃ মইনুল আলম টুলু, মোঃ আব্দুস শামীম ও বিপ্লব কুমার দাস। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন ডাঃ মোঃ মোস্তানিছুর রহমান ও মোঃ নূরুল আমিন। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মোঃ আলমগীর কবির সুমন। সর্বোচ্চ নারী কর প্রদানকারী মোসাঃ নাজমুন্নাহার।

চুয়াডাঙ্গা: জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ করদাতা যথাক্রমে মোঃ শহিদুল হক মোল­া, মোছা: সাইফুন্নাহার আক্তার শাম্মী, দিলীপ কুমার আগারওয়ালা। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন মোঃ তৈয়ব আলী ও নারায়ণ চন্দ্র রামেকা। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মোঃ ওসমান গনি রতন। সর্বোচ্চ নারী কর প্রদানকারী হলেন সবিতা আগারওয়ালা।

মাগুরা: জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ করদাতা যথাক্রমে মোঃ আজিজুল হক, মোঃ খবির আহম্মেদ ও মোঃ মেহেদী হাসান রাসেল। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন সৈয়দ জুলফিকার আলী ও মীর মাসুদ আলী। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মীর রাশেদুল ইসলাম সুমন। সর্বোচ্চ নারী কর প্রদানকারী হলেন সুপ্তি হক।

কুষ্টিয়া: জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মোঃ পারভেজ রহমান, মোঃ শামসুর রহমান ও মোঃ মিজানুর রহমান। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন সরজিত কুমার বসু ও মোঃ শাহজাহান আনসারী। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মোঃ শামীম হাসান। সর্বোচ্চ নারী কর প্রদানকারী হলেন মিসেস রোকাইয়া জামান।

ঝিনাইদহ: জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মোঃ কাইয়ুম শাহরিয়ার জাহেদী, মোঃ মিজানুর রহমান মাসুম ও কাজী মাহবুবুর রহমান। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন মোঃ আব্দুর রাজ্জাক ও সুবল চন্দ্র সাহা। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মোঃ রেজাউল ইসলাম সোহাগ। সর্বোচ্চ নারী কর প্রদানকারী হলেন মোছাঃ রহিমা খাতুন।

মেহেরপুর: জেলায় সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন করদাতা যথাক্রমে মোঃ আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মোঃ শাহবাজ উদ্দিন, মোঃ নাদিম ইকবাল। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন মোঃ শরিফুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন। তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মোঃ আশিকুল হক। সর্বোচ্চ নারী কর প্রদানকারী হলেন মনিরা নাজমা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park